অনু গল্প / মহাপ্রসাদ
মহাপ্রসাদ ======= তিন লাফে তেতলার ছাদে উঠে এসে ছোটন রীতিমত হাঁপাচ্ছে । হাঁপাতে হাঁপাতেই বলল, ঠাম্মা তোমার পাদ দিদি এসেছে । শিগগীর নিচে যাও । ঠাকুমার বান্ধবি পোদ্দার গিন্নীকে আমরা আড়ালে বলি, পাদ দিদা । ছোটন আমাদের মধ্যে বয়সে সব চেয়ে ছোট । বড় জোর চার কি পাঁচ । ওর অত আড়াল আবডালের বালাই নেই । সবার সামনেই বলে, পাদ দিদা । শুনে আমরা ভাই বোনেরা, মুখে হাত দিয়ে খুক খুক হাসি । ঠাম্মা একটু গম্ভীর হয়ে যান । বলেন, ''ছিঃ দাদুভাই অমন কইতে নাই'' । কিন্তু, ওই বলাই সার । কাজের কাজ কিছু হয় না । আজ অবশ্য ঠাম্মা সে সব কিছু বললেন না । এক মনে বিউলির ডাল বাটা ফ্যাটাতে ফ্যাটাতে বললেন, ''ওনারে গিয়া কও ছাদে আইতে । আমি বড়ি দিতে আছি তো । অহন ওঠতে পারুম না ।'' সাতষট্টি বছরের বিধবা ঠাম্মার বন্ধু ভাগ্য কিন্তু খুব ভাল । পোদ্দার দিদিই যেমন । বয়স ঠাম্মার তুলনায় বেশ কম । বড় জোর ষাট বাষট্টি । এক মাথা সিঁদুর জানান দেয় তাঁর 'সোয়ামি' বেঁচে বর্তে আছেন । এক গালে জর্দা পান ঠেসে রোজ দুপুরে আমাদের বাড়ি আসা চাই । ঠাম্মার গীতা পাঠের আসরের নিয়মিত শ্রোতা তিনি । বয়স যাই হোক, দুজনেই দু