পথে বিপথে / বিষ্ণুপুর


পথে বিপথে / বিষ্ণুপুর

২০১৭ সালের এপ্রিল মাসে এক দিনের জন্য বিষ্ণুপুর গেছিলাম । সেদিন ছিল চৈত্র সংক্রান্তি । গাজনের মেলা । সেই কাহিনী ধারাবাহিক ছ'টি পর্বে লিখেছিলাম ফেসবুকে । এখানে সেটাই একত্রে । 





বিষ্ণুপুর টুরিস্ট লজের বাইরেটা দেখেই ভাল লেগে গেল । বেশ বড় তিনতলা লজ । গোলাপি রং করা । সামনে অনেকখানি ফাঁকা জায়গা, মোরাম বিছানো । বড় গেটটা দিয়ে নিশ্চিন্তে ভেতরে ঢুকে গেলাম । কেউ বারণ করলো না । পাঁচিলের ধারে বিশাল অর্জুন গাছটার নীচে, আমার সিলভার কালারের অল্টোটা পার্ক করলাম । তারপর ধীর পায়ে, বেশ কেতা নিয়ে এগিয়ে গেলাম রিসেপশন কাউন্টারের দিকে ।
ছোট একটা গাড়ি বারান্দা পেরিয়ে, রিসেপশন কাম গেস্ট লাউঞ্জ । দু’তিন জন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে । কাউন্টারের ওপারে দুটো মাথা দেখতে পাচ্ছি । এ’পারেও জনা দুইআমাদের দেখেই আলোচনা থেমে গেল । কালো মতন সুবেশ এক যুবক, কাউন্টারের ওপাশে উঠে দাঁড়ালোএক মুখ সপ্রতিভ হাসি উপহার দিয়ে জানতে চাইল,
-- আপনাদের জন্য কী করতে পারি স্যার ?

এত সুন্দর পরিশীলিত হাসি একমাত্র রিসেপশনের লোকজনই হাসতে পারে দেখেছিহাসি দিয়ে অনেক কথা বলতে হয় ওদেরসেই মতো ট্রেনিং দেয়া হয় সম্ভবত 


হাসির বহর দেখে আমার একটু সন্দেহই হল । তবু গলার স্বরে যতটা সম্ভব আভিজাত্য ফুটিয়ে বললাম,
-- দু’রাত্রির জন্য দুটো ঘর লাগবে আমাদের । পাওয়া যাবে ?
যা আশঙ্কা করেছিলাম তাই । দেখি, মুখের হাসি অবিকৃত রেখে দুদিকে আস্তে আস্তে মাথা নাড়ছে ছেলেটা ।
-- একটাও ঘর খালি নেই স্যার । সব ভর্তি ।
সেকি, একটাও ঘর নেই ? এই এত বড় লজে ? অবিশ্বাসের সুর ঝরে পড়ল আমার গলায় ।
-- নেই বললে হবে কেন ? এত দূর থেকে আসছি । দু’দিন থাকবো । সঙ্গে ফ্যামিলি আছে । কিছু একটা ব্যবস্থা করুন ।
-- কোন উপায় নেই স্যার । তিন মাস আগে থেকেই সব বুক হয়ে গেছে । এখন তো অনলাইন বুকিং হয় আপনিও করতে পারেন । আজ কাল পরশু তিন দিন ছুটি আছে না ? বিষ্ণুপুরের সব হোটেলের সব ঘর প্যাকড ।
মুখের হাসিতে হাল্কা বিষন্নতা ফুটিয়ে এক টানা বলে গেল ছেলেটা ।
যাঃ ! এটা তো ভাবিনি । এখন উপায় ? ছেলের পরীক্ষা শেষ হতে, কোন কিছু না ভেবে, চলে তো এলাম এদ্দুর । ওই তিন দিনের ছুটির কল্যানেই । সঙ্গে আবার ছেলের দাদু দিদাও আছেন । সবাইকে নিয়ে আচ্ছা বিপদে পড়া গেল দেখছি এখন মাথা গোঁজার ঠাঁই একটা না পেলে ?
করুণ সুরে বললাম,
-- আরে কিছু একটা করুন । কোন একটা হোটেল বা লজের সন্ধান দিন । যেখানে রাতটা অন্তত থাকতে পারি । একশো কুড়ি কিলোমিটার উজিয়ে এখন আবার ফিরে যেতে হবে নাকি আসানসোলে ?
মেকি আভিজাত্যের মুখোশ খুলে গিয়ে, গলার সুরে কাকুতি ফুটে ওঠার জন্যই হোক । বা সঙ্গে ফ্যামিলি আছে বলেই হোক, ছোকরার যেন একটু মায়া হোল । দলের সবাইকে এক ঝলক দেখে নিয়ে বললো,
-- দেখুন, একটু এগিয়ে । উদয়ন লজ বা হলিডেতে জায়গা পান কিনা । তবে আশা কম । অনন্তদা, একটু দেখুন তো এনারা দূর থেকে এসেছেন ।

রিসেপশনিস্ট ছেলেটির কথায় সোফায় বসা একজন উঠে এলেন আমাদের কাছে । ইনিই অনন্তদা ? দেখে মোটেই ভক্তি হচ্ছে না । রোগা খয়াটে চেহারা । সাদা জামা । ছাই রঙ্গা প্যান্ট । আন্ডার শুট করে পরা তাতে আবার গোল গোল ঘামের ছোপকাঁধে একটা শান্তিনিকেতনি ঝোলা । পায়ে প্ল্যাস্টিকের চটি ।
মাথার সব চুল সাদা । নিচের পাটির সামনের দুটি দাঁত পড়ে গেছে । মুখে হাল্কা বলি রেখার আঁকিবুঁকি । গায়ের রং একসময় বেশ ফর্সা ছিল, বোঝা যায় । এখন রোদে ঝলসে গেছে । খুদি খুদি চোখ । অনবরত পিটপিট করে । চাউনি ঘোলাটে । বয়স কম করে পঁয়ষট্টি । সত্তর হলেও অবাক হব না ।
এ নির্ঘাত হোটেলের দালাল । ঘর খুঁজে দেওয়ার নামে কমিশন খাবে । এই সব পরজীবিগুলোকে এড়িয়ে চলাই শ্রেয় । কিন্তু এখন একটু বেকায়দায় পড়েছি, তাই... জিজ্ঞাসু দৃষ্টিতে অনন্তবাবুর দিকে ঘুরলাম ।
এঁর মুখে হাসি নেই মোটে । চোখ পিটপিট করে বলে উঠলেন,
-- উদয়ন লজ কাছেই । কিন্তু খালি নেই । আসলে, গুড ফ্রাইডে, গাজন, পয়লা বৈশাখ, মিলিয়ে তিন দিন ছুটি তো । সব হোটেল বুকড । আপনাদের সঙ্গে তো গাড়ি আছে । একটু দূরে হলে আপত্তি নেই তো ?

কোথাও বেড়াতে গিয়ে পছন্দসই হোটেল পাওয়া এক বিড়ম্বনা । হোটেল পছন্দ হলে আবার খরচে পোষায় না । জিজ্ঞেস করলাম,
-- পছন্দ হবে তো ? কত দূরে ?
পকেট থেকে মোবাইল ফোন আর একটা ছোট নোটবই বার করে নম্বর লাগাতে লাগাতে লোকটা বলল,
-- বেশি দূর না । বড়জোর এক কিলোমিটার । লাল বাগে । জায়গাটা বেশ নিরিবিলি । ঘর পছন্দ না হওয়ার কোন কারন নেই । দাঁড়ান একমিনিট । হ্যালো.... অনন্ত বলছি.... !

ফোন রেখে ভদ্রলোক জানালেন, আমাদের কপাল নাকি খুব ভালো । হলিডে রিসর্টে দুটি ঘর খালি আছে । একটি ডবল বেড আর একটি ট্রিপিল বেড । দুটিই এসি রুম । ভাড়া, ডবল বেড আটশো, ট্রিপিল বেড বারোশো
শুনে চোখ কপালে ওঠার যোগাড় । এও আবার হয় ? আমাদের তো এই রকমই চাই । ভাড়াও তো বেশ কম । লোকটা গুল দিচ্ছে না তো ?
আমাদের আমতা আমতা ভাব বোধহয় নজরে পড়ে থাকবে । পকেট থেকে ফস করে একটা কার্ড বের করে আমার হাতে ধরিয়ে দিলেন ভদ্রলোকদেখি তাতে, ছবি সহ, নাম ফোন নাম্বার ইত্যাদি ছাপা আছে । কার্ড বলছে, সরকার স্বীকৃত গাইড তিনি । বিষ্ণুপুরের সমস্ত দ্রষ্টব্য, টুরিস্টদের দেখানোই তাঁর পেশা ।
এরকম আরো আট জন আছেন গোটা বিষ্ণুপুরে যাঁদের মধ্যে তিনিই সব চেয়ে বয়স্ক । অর্থাৎ তাঁকে অবিশ্বাস করার কোন কারণ নেই ।
বললাম,
-- সে না হয় বুঝলাম । কিন্তু হলিডে না কি বলছেন, সেখানে যাবো কী করে ? রাস্তাঘাট তো কিছু চিনি না ।
ভদ্রলোক যেন জানতেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে । একটুও না ভেবে বললেন,
-- আমি আগে আগে সাইকেল নিয়ে যাচ্ছি । আপনি একটু ধীরে আমাকে ফলো করুন । আমি শর্টকাটে নিয়ে যাবো ।
অ্যাঁ, শেষে এই ? কিন্তু আর উপায়ই বা কী ? 

অগত্যা, বাঁশ ঝাড়ের তলা দিয়ে, পুকুরের পাড় ঘেঁষে, কারুর উঠানের ধার ঘেঁষে, এঁকে বেঁকে চললো অনন্তবাবুর হিরো সাইকেল । পিছনে ফেউয়ের মতো, আমার মারুতি গাড়ি । অজানার সন্ধানে । থুড়ি, হোটেলের খোঁজে ।



.
সুকুমার রায়ের হযবরল পড়া আছে নিশ্চয়ই । ওই যে,
বেড়াল বলল, “গরম লাগে তো তিব্বত গেলেই পারো” ।
আমি বললাম, “বলা ভারি সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না ? কী করে যেতে হয় তুমি জানো ?”
বেড়াল একগাল হেসে বলল, “তা আর জানি নে ? কলকেতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বতব্যস ! সিধে রাস্তা, গেলেই হলো” ।
আসানসোল থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তাটাও কতকটা তিব্বত যাওয়ার মত । প্রথমে এনএইচ-২ ধরে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় । তারপর সেখান থেকে ১৪ নং রাজ্য সড়ক ধরে মেজিয়া, বড়জোরা, বাঁকুড়া হয়ে সোজা বিষ্ণুপুর । গুগুল ম্যাপে আগেই দেখে নিয়েছিলাম । ইন্টারনেট আজকাল সব কিছু এত সহজ করে দিয়েছে.... !
তবে নেট যা বলেনি, তা জানলাম গাড়ি চালিয়ে । গোটা রাস্তাটা পুরো মাখন । আসার আগে দুয়েক জনের কাছে খবর পেয়েছি যদিও । পুরোপুরি বিশ্বাস করিনি । মনের মধ্যে ছিল পঁচিশ বছর আগের স্মৃতি । প্রথম মোটর বাইক কিনে সেবার দু’বন্ধু মিলে বিষ্ণুপুর গেছিলাম । এই তিব্বতের রাস্তা ধরেই । রাস্তা না বলে তাকে চষা ক্ষেত বললেই সঠিক হয় । তারপর এলাম এই এত বছর পর । আর অবাক হলাম ।
মেজিয়া আর দুর্লভপুরের মাঝে খানিকটা জায়গায় কাজ হচ্ছে । তাছাড়া বাকি রাস্তায় কোথাও গাড়ি একবার লাফায়নি পর্যন্ত । চওড়া কালো রাস্তার মাঝখানে, বরাবর টানা আছে, সাদা ডিভাইডার লাইন । মোড়ে মোড়ে সিভিক পুলিশ । গাড়ির গতি লাগাম ছাড়া না হতে পায়, সে জন্য লোকালয়ের কাছে রাস্তার উপর রাখা, লোহার চাকাওলা রেলিং ।
মনে মনে বললাম, সাবাস ! দিদি আমাদের বকেয়া ডিএ না দিলে কী হবে ? সেই টাকায় রাস্তা-ঘাট, জল, ট্রাফিকের হাল ফিরিয়ে দিয়েছেন । রাজ্যের কর্মচারিদের হকের টাকাতে যদিও । কিন্তু তা হোক । দধিচীমুনিও তো বুকের পাঁজরের হাড় খুলে দিয়েছিলেন । শুভ কাজে না হয় দধীচি হলাম । তাই বা কম কী ? এখন আর পশ্চিম বঙ্গকে হেলাফেলা করা যাবে না ।

ভুল ভাঙ্গল বিষ্ণুপুর পৌঁছে । এ কী অবস্থা শহরটার ? রাস্তা কোথায় ? গাড়ি চালানো তো দূর, হাঁটা চলার জায়গাও নেই । সাইকেল আর টোটোর দৌরাত্মে অস্থির । দুপাশের বাড়ি ঘর যেন ঝাঁপিয়ে আসছে । কোথায় সেই পঁচিশ বছর আগে দেখা বিষ্ণুপুর ? গাছপালা ঘেরা, সুপ্রাচীন ইতিহাসে মোড়া শহর ? ছড়ানো ছেটানো বাড়ি ঘর ? বড় বড় বৃক্ষের সারি, আর অফুরন্ত হাওয়া বাতাস ? যেখানকার মুড়ি ফুলুরির স্বাদ আজো জিভে লেগে আছে ? চোখে ভাসছে টেরাকোটার সূক্ষ্ম কারুকাজ সেসব আজও অক্ষত আছে তো ? যেমনটা দেখেছিলাম সেই সেবার ?

থাকা তো উচিৎ । অন্তত মন্দিরগুলো তো তেমনই আছে নিশ্চয়ই । এখন তো বিষ্ণুপুর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ঢুকে গেছে । মানে, পর্যটকদের কাছে নিশ্চয়ই আরও আকর্ষনীয় । এত বাড়ি ঘর দোকানপাট তো সেই কথাই বলে ।
তাছাড়া আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, তখনই এখানকার সব মন্দির গুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, দেখেছিলাম । তারা তো আর দায়িত্ব ছেড়ে দেয়নি । নিশ্চয়ই আরো উন্নত হয়েছে ব্যবস্থা । শুধু শুধু আজে বাজে চিন্তাকে প্রশ্রয় দেয়া উচিৎ নয় । দেখাই যাক না । দেখতেই তো এসেছি ।
.
হলিডে রিসর্টের চেহারা দেখে ঘাবড়েই গেলাম । মাঠের মাঝে বিশাল এলাকা নিয়ে, সুদৃশ্য দোতলা বাংলো । এটা হোটেল ? সামনে কেয়ারি করা বিশাল ফুলের বাগান । বাগানে পাথরের ভাস্কর্য । বড়লোকদের বাগানবাড়িতে যেমন থাকে । বাংলা হিন্দি সিনেমায় দেখায় না ? অবিকল ওই রকম । যেন দোতলার টেরেসে ইজি চেয়ারে বসে পাইপ খাচ্ছেন কমল মিত্র বা স্বয়ং উত্তম কুমার । ব্যারিটোন ভয়েসে এখুনি ভেসে আসবে, “কাকে চাই ?”

গেট দিয়ে ঢুকতেই বাঁহাতে আম গাছের সারি । প্রচুর আম ঝুলছে । তারই মাঝে দুটি প্রমান সাইজের দোলনা । ডান দিকে ছোটদের ফুটবল মাঠের সাইজে খোলা প্রান্তর । ব্যাডমিন্টন, ভলি, শীতের ক্রিকেট খেলা যায় আরামসে । তার পর স্টিলের রেলিং দেয়া সুইমিং পুল । নীল জল, সাঁতার কাটার জন্য আদর্শ । পুলের ওই পাড়ে একটা সুন্দর দোতলা কটেজ । আর এপারে, মূল বিল্ডিং-এর দোতলায়, সার দিয়ে ব্যালকনি । সুইমিং পুল ফেসিং । গেস্টদের থাকার আয়োজন, ডাবল বেড, ট্রিপিল বেড রুম ।
এক তলাটা শুধুই রিসেপশন আর ডাইনিং, কিচেন, ইত্যাদিথাকার ব্যবস্থা সবই দোতলায় তাও বেশি না । মাত্র দুটো ট্রিপিল বেড আর ছটা ডবল বেড রুমসব ঘরেই এসি, টিভি, ফার্নিচার, ইন্টারকম এক কথায়, তাক লাগানো ব্যবস্থা ।
এখানে ঘর পাওয়া যাবে ? নিশ্চয়ই ভাড়া বেশি । আমাদের বাজেটের বাইরে । না পোষালে থাকব না । তবে মানতেই হবে হোটেলটা দারুণ । জায়গাটাও ।

সুসজ্জিত রিসেপশনের সোফায় বসে অনন্তবাবু রুমাল দিয়ে ঘাম মুছছেন । এতটা পথ সাইকেল চালিয়ে এসেছেনকত টাকা কমিশন দিতে হবে কে জানে ।
ম্যানেজার মিস্টার মুখার্জির হাসিটাও রিসেপশনিস্ট মার্কা । বললেন,
-- অনন্তদার সঙ্গে তো আগেই কথা হয়েছে । একটা ডবল আর একটা ট্রিপল বেড খালি আছে । তাও আজকের জন্য । ঘর দেখে নিন ।
জিজ্ঞেস করলাম,
-- ভাড়া কত ?
একটা ছোট ভিজিটিং কার্ড বাড়িয়ে দিলেন । যার এক দিকে লজের নাম, ফোন নম্বর ইত্যাদি । উল্টো পিঠে রুম ট্যারিফ । এসি ডবল বেড ৮০০ টাকা । ট্রিপল বেড ১২০০ টাকা । কটেজ ২৫০০ টাকা ।
.
ঘড়ি বলছে, বেলা দেড়টা বাজে । পেট বলছে, দমে ভুখ লাগিছে । তবে তার আগে, জমিয়ে চান করতে হবে যা গরম ! রুমে যাওয়ার আগে অনন্তবাবুকে বিদায় করি ।



গিন্নী কানে কানে বলে গেল,
-- ভদ্রলোক খুব করেছেন আমাদের জন্য । যা চায় দিয়ে দাও । বুড়ো মানুষ ।
আমিও মনে মনে তাই ভাবছি । লোকটা বাজে কথা বলেনি একটাও । এই ভাড়ায় এই ঘর কল্পনা করা যায় না । বললাম,
-- আপনাকে কত দিতে হবে অনন্তবাবু ?
আমাকে অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন,
-- এখন তো আমাকে কিছু দেয়ার নেই । যদি বিকেলে মন্দির দেখতে যান, তবে আমি গাইড হতে পারি । সরকারি লাইসেন্স আছে আমার, গাইড হিসাবে । বিষ্ণুপুরের ইতিহাস ও মন্দিরের বিশেষত্ব অনেক কিছু জানার আছেযদি জানতে চান, তো বলুন । সাড়ে তিনটেয় টোটো নিয়ে আসব । সব মন্দির গুলো ঘুরিয়ে দেখিয়ে দেব । সেগুলির ইতিহাস বলবো । দু থেকে আড়াই ঘন্টা লাগবে । তখন দেবেন । সাড়ে তিনশো টাকা । ওটাই আমাদের রেট ।
বলতে যাচ্ছিলাম, বিষ্ণুপুরের কটা ইঁটের মন্দির দেখার জন্য আবার গাইড ? ও তো নিজেরাই দেখে নেওয়া যায় । এর আবার বিশেষত্ব কী ?
কিন্তু বলতে গিয়েও বললাম না । বুড়ো মানুষটিকে কিছু দেয়া হবে না তাহলে । লোকটা আমাদের জন্য খুব খেটেছে ।
একটু ভেবে বললাম,
-- বেশ তাই হোক । আনুন টোটো । আমরা খেয়েদেয়ে রেডি হয়ে নিচ্ছি ।
.
দুপুরের খাওয়াটা জবর হয়েছে । রিসর্টের ঠাকুরের (নাকি শেফ হবে) রান্নার হাত বেশ ভালো । আমরা ভয়ে ভয়ে সিম্পিল মাছ ভাত বলেছিলাম । আর ডাল, আলু পোস্ত, ঝিরি ঝিরি আলু ভাজা । কী জানি রান্না কেমন হবে !
ওই পাতলা করে কাটা কড়কড়ে আলু ভাজাটা আমার ছেলের খুব প্রিয় । ও ওটার নাম দিয়েছে সেলু । সেউ আর আলুর সন্ধি আরকি । আমিও সেলু ভাজা ভালবাসি । তবে বাঁকুড়া বিষ্ণুপুরের আলু পোস্তর চেয়ে কম কলাইয়ের ডাল আর উপর থেকে কাঁচা তেল ছড়ানো আলু পোস্তআহা, ডেডলি কম্বিনেশন । সঙ্গে যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লংকা থাকে । আর কী চাই ?

আজকাল সব নেমন্তন্ন বাড়িতেই দেখি, মেইন কোর্স মানে মাছ বা মাংসর আগে, হয় কাশ্মিরি আলুদম নয় মিক্স ভেজ থাকে পনীরের টুকরো দেয়া ওই চোদ্দমিশালিটা আমার অখাদ্য লাগে । আলুরদম তো ভাতের সঙ্গে খাওয়ার পদই নয়কেন রে বাবা ? এই রকম বেশি বেশি পোস্ত বাটা দিয়ে সাদা সাদা আলু পোস্ত করা যায় না ?
দেবভোগ্য এই আলু পোস্ত খাওয়ার জন্যই বার বার বিষ্ণুপুর আসা যায় আমার গিন্নী তো রাতেও আলু পোস্ত ভাত খাবে ঘোষণা করে দিল । তা ভাল । খরচ কিছুটা বাঁচবে । খাবারের যা দাম এখানে । ঘর ভাড়া কম রেখে, খাবারে পুষিয়ে নিচ্ছে । পলিসি মন্দ নয় । তবে খাবারের কোয়ালিটি বেশ ভালো । দাম গায়ে লাগবে না ।
.
কথা মত, ঠিক সওয়া তিনটেয় অনন্ত বাবু এসে হাজির । আমরাও সবাই রেডি । সাড়ে তিনটেয় বেরোনোর কথা । কিন্তু টোটো কই ? কথা ছিল উনিই দুটো সঙ্গে করে নিয়ে আসবেন । বিষ্ণুপুরের রাস্তায় টোটো চেপে টো টো করাই নাকি সুবিধাজনক আগে যখন এসেছিলাম, পঁচিশ বছর আগে, খালি রিক্সা দেখেছিলাম । এখন সে জায়গা নিয়েছে ব্যাটারি চালিত টোটো । কিন্তু কোথায় সে ?
অনন্তবাবু জানালেন, টোটো পাওয়া যাচ্ছে না । গাজনের মেলা লেগেছে তোসব ওখানে ভিড় করেছে অগত্যা... আবার সকালের মতনআগে আগে সাইকেল চলে, পিছে চলে অল্টো ।
ওঃ ! বিষ্ণুপুরের গলি ঘুঁজিতে গাড়ি চালানো ? হরিবল । ড্রাইভিং টেস্ট ভালোই হচ্ছেহরি বোল ! হরি বোল ! জয় নিতাই ! রাধে-গোবিন্দ !
.
হরির নাম জপতে জপতে গাড়ি চালাচ্ছি । গলির গলি তস্য গলি ভেদ করেআগে আগে চলেছেন আমাদের পথ প্রদর্শক কাম গাইড । অনন্ত বন্দ্যোপাধ্যায় । তাঁর হিরো সাইকেলে । আমাকে স্ট্রিকটলি বলে দিয়েছেন তাঁকে ফলো করতে । মাঝে মাঝে পিছনে না ফিরেই, হাতের সিগনালে বলে দিচ্ছেন কোন দিকে বেঁকতে হবে । আমিও বাধ্য ছাত্রর মত, ওনার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে গাড়ি চালাচ্ছি । ফাস্ট গিয়ারেই বেশি । ক্বচিত কখনো সেকেন্ড গিয়ার ।
রাস্তায় ভিড় আছে ভালোই । গাজনের ভিড় । তবে দোকান পাট বেশিরভাগই বন্ধ । সব নাকি মেলা দেখতে চলেছে । পাশ দিয়ে সাঁ করে, ভাঁজ মেরে ওভারটেক করে যাচ্ছে সাইকেল । সেগুলোর সওয়ারি অল্প বয়সি হিরোরা । দুয়েক জন হিরোইনও আছে । এখানে সবাই সাইকেল চালায় । ছেলে মেয়ে মানা মানি নেই । ভালোই লাগে দেখতে ।

হঠাৎ, হাতের সিগনালে রাস্তার বাঁদিকে গাড়ি দাঁড় করাতে বললেন অনন্ত বাবু । নিজেও দাঁড়িয়ে গেছেন সাইকেল স্ট্যান্ড করে । গাড়ি থেকে নামতেই বললেন,
-- ওই দেখুন । এই হল রাসমঞ্চ । রাধা-কৃষ্ণের লীলা মন্দির । মল্ল রাজাদের আমলে রাস উৎসব হত এখানে । শহরের সমস্ত মন্দিরের যাবতীয় রাধাকৃষ্ণের মূর্তি, রাসের সময় এখানে নিয়ে আসা হত । বিষ্ণুপুরের সব চেয়ে পুরনো মন্দির এটি । মল্লরাজ বীর হাম্বির এটি বানিয়েছিলেন । আজ থেকে চারশো সতের বছর আগে । ১৬০০ খৃষ্টাব্দে । তাজ মহলেরও পঞ্চাশ বছর আগে । সম্পুর্ণ পোড়া ইঁটের তৈরি এমন আশ্চর্য্য স্থাপত্য কর্ম সারা পৃথিবীতে আর নেই ।



বিষ্ণুপুরের মানুষ হিসেবে নিজের শহরের প্রতি অতিরিক্ত আবেগ থাকা স্বাভাবিক । ভাবলাম সেই আবেগের বশেই, কিঞ্চিত বাড়িয়ে বলছেন বৃদ্ধ । নইলে টেরাকোটার মন্দির দেখাতে গিয়ে কেউ তাজমহলের প্রসঙ্গ টানে ? ঈষৎ তাচ্ছিল্য মিশিয়েই প্রশ্ন করলাম,
-- তাই নাকি ? তা, কী এমন বিশেষত্ব আছে এই মন্দিরের ?
খোঁচাটা বোধহয় একটু বেশি হয়ে থাকবে । মুখটা কিঞ্চিৎ গম্ভীর হয়ে গেল । দু’তিন মুহূর্ত চুপ । তারপর চোখ পিটপিট করে বললেন,
-- বোঝবো । তার আগে চটপট সবার টিকিটটা কেটে ফেলুন । আমার জন্যও একটা নেবেন । এই এক টিকিটে সব মন্দির দেখা হয়ে যাবে । তাই টিকিটটা দেখিয়ে আবার সঙ্গে রেখে দেবেন । ফেলে দেবেন না ।
ভাবলাম, এ তো আচ্ছা নিয়ম ! একই টিকিটে সব মন্দির দেখা যাবে ? তাহলে নিশ্চয়ই অনেক দাম টিকিটের । আবার সরকারি গাইডেরও টিকিট লাগে ? যাকগে, যস্মিন দেশে যদাচার । ছোট্ট টিকিট কাউন্টারের ঘুপচি জানালায় মুখ বাড়িয়ে বললাম,
-- ছটা টিকিট দিন । কত লাগবে ?
-- নব্বই টাকা ।
-- মানে মোট পাঁচশো চল্লিশ টাকা ?
-- না । পার হেড পনেরো টাকা । মোট নব্বই টাকা ।
অ্যাঁ, বলে কী ? মাত্র পনেরো ? এত কম টাকায় এতগুলো মন্দিরের রক্ষণাবেক্ষণ হয়ে যায় ? প্রতিদিন কত হাজার দর্শনার্থী হয় এখানে ? এই মুহূর্তে তো ফাঁকাই । আমরা ছাড়া আর জনা সাত-আট পর্যটক দেখতে পাচ্ছি । খুব একটা ভিড় হয় বলে তো মনে হচ্ছে না । তাহলে নিশ্চয়ই সরকারি অনুদান আছে । ভাবতে ভাবতে উঠে পড়লাম রাসমঞ্চের বেদিতে ।

চূণ সুড়কি ইঁটের তৈরি প্রাচীন মন্দিরের গায়ে ছলকে পড়ছে বিকেলের সোনা রোদ । লালচে কাঠামোর উপর সোনালি আভা খেলে যাচ্ছে রাস লীলার জন্য বানানো, খিলানগুলোর ফাঁক দিয়ে আসা, সেই আলো পড়ে স্বর্ণচরি শাড়ির কারুকাজ সৃষ্টি হয়েছে । মোহময় সে রূপ । চোখ ফেরানো যায় না । দেখতে দেখতে মন চলে যায় কোন সুদূরে । হঠাৎ ছেলের প্রশ্নে সম্বিত ফিরে পেলাম । মনের সুখে ছবি তুলতে তুলতে সে বলল,
-- বাবা দেখ, মন্দিরের মাথাটা যেন পিরামিডের মত ! তাই না ?
মাত্র কদিন আগেই তার এক বন্ধু ইজিপ্ট বেড়িয়ে ফিরেছে । মিশরের পিরামিডের ছবি দেখেছে সে বন্ধুর কাছে । ওর কথা শুনে রাসমঞ্চের মাথায় তাকাই । সত্যিই তো । যেন একটা ইঁটের পিরামিড বসানো আছে মন্দিরের মাথায় ।
জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে অনন্তবাবুর দিকে ফিরে দেখি, বৃদ্ধ মুচকি মুচকি হাসছেন । মানে এতক্ষণ আমাদের সব কথা শুনেছেন । কিন্তু কিছু বলেননি । বোধহয় অভিমানে । এবার মুখ খুললেন,
-- আপনার ছেলে ঠিকই বলেছে । ওটা পিরামিড । একদম মিশরের স্থাপত্য । যেভাবে ইজিপ্টের পিরামিড তৈরি হয়েছে হাজার হাজার বছর আগে, ঠিক সেই পদ্ধতিতেই ওই ইঁটের পিরামিড তৈরি হয়েছে এই রাসমঞ্চের মাথায় । তফাৎ খালি ওগুলো পাথরের আর এটা ইঁটের । ওগুলো বালির উপরে দাঁড়িয়ে । আর এখানে আস্ত পিরামিডটা দাঁড়িয়ে আছে ছত্রিশটা থামের আর্চের উপরে । সমস্ত ওজনটা ওই থামগুলোর উপরে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে । দেখে নিন । আশ্চর্য্য কারিগরি । সারা পৃথিবীতে এই অদ্ভুত আর্কিটেকচার আর দুটো নেই । মুসলিম স্থাপত্য, হিন্দু মন্দির শৈলী এবং মিশরিয় ডিজাইনের এমন অসাধারণ মিশেল বিষ্ণুপুর ছাড়া কোথাও পাবেন না ।
.
রাসমঞ্চের প্রশস্ত বেদিতে উঠে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছি টেরাকোটার কারুকাজ । মন্দিরের স্থাপত্য । কেউ বাধা দেয়ার নেই । মনে হচ্ছে, ইতিহাস যেন কথা বলে উঠবে এখুনি । গাইড অনন্তবাবু বলে চলেছেন,
-- বিষ্ণুপুর তথা মল্লভূমির ইতিহাস প্রায় দেড়হাজার বছরের পুরনো । ৬৯৪ খৃষ্টাব্দে, আদি মল্ল রঘুনাথ, প্রথম মল্লরাজা হয়ে সিংহাসনে বসেন তাঁর পিতা নৃসিংহ দেব ছিলেন রাজপুত বীর সুদুর রাজস্থান থেকে তাঁর বশধররা এই রাঢ় বাংলায় কী করে এলেন তাই নিয়ে দ্বিমত আছে ।
শোনা যায়, খুব ছোট বেলায় রঘুনাথের পিতার মৃত্যু হয় । সম্ভবত রাজ্য জয় করতে এসে প্রাণ হারান তিনি । স্ত্রী সন্তান সেই থেকে এখানেই রয়ে যান ।
আবার কোন কোন ঐতিহাসিকের মতে, রঘুনাথের পিতা, সন্তান সম্ভবা স্ত্রী কে নিয়ে এই পথ দিয়ে পুরী যাচ্ছিলেন । জগন্নাথ দর্শনে । সেই সময় স্ত্রীর প্রসব বেদনা উঠলে তাকে এই জঙ্গলের আদিবাসীদের কাছে রেখে চলে যান । আর ফিরে আসেননি
-- বলেন কী ? ৬৯৪ খৃষ্টাব্দ ? তখন তো অযোধ্যায় শ্রী রামচন্দ্র রাজা ছিলেন, তাই না ? লংকা বিজয় তখনও হয়নি বোধহয় ?
আমার রসিকতাকে মোটে পাত্তা না দিয়ে বৃদ্ধ বলে চলেছেন,
-- বালক রঘুনাথ এই অঞ্চলের আদিবাসী বাগদীদের কাছে মানুষ হন বড় হয়ে তার শরীরের ক্ষত্রিয় রক্ত তাকে দলপতি হতে সাহায্য করে । পরে এই আদিবাসী বাগদিদেরই সাহায্যে তিনি স্বাধীন রাজ্য গড়ে তোলেন । নাম দেন, মল্লভূম । বাগদীদের নেতা ছিলেন বলে কেউ কেউ তাকে বাগদীরাজাও বলেন ।
এই অবধি শুনে আমি বললাম,
-- হ্যাঁ, এই তথ্য আমিও শুনেছিগরিব আদিবাসীদের নিয়ে আদি মল্ল এক অপরাজেয় বাহিনী গড়েছিলেন । আদিবাসীরা বাগদি রাজাকে প্রাণ দিয়ে ভালবাসত । যুদ্ধ বিদ্যায়ও তারা বিশেষ পটু ছিল । তাই বাগদি রাজাকে কেউ বিশেষ ঘাঁটাতে সাহস পেত না ।
আমার প্রশংসা সূচক টিপ্পনিতে এত ক্ষণে বৃদ্ধের মুখে একটু হাসির ঝিলিক দেখলাম । বললেন,
-- মল্ল মানে যোদ্ধা । মল্ল যোদ্ধা । মল্ল রাজারা যুদ্ধ বিদ্যায় পটু ছিলেন । দীর্ঘ দেড় হাজার বছর রাজত্ব করা মুখের কথা নয় । মারাঠা বর্গিরাও এই মল্লভূমি থেকে মার খেয়ে ফিরেছে । কারণ এরা কামানের ব্যবহার জানত । দলমাদল তার প্রমাণ
আবার শিক্ষা ও সংস্কৃতি চর্চাতেও মল্লভূম পিছিয়ে ছিল না । রাজারা সঙ্গীত, শিল্পকলা, হস্তশিল্পর পৃষ্ঠপোষক ছিলেন । বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত তো সারা বিশ্বে সমাদৃত । বালুচরি শাড়ি, টেরাকোটার ঘোড়াকেও সবাই এক ডাকে চেনে



আদি মল্ল রঘুনাথ, নিজের রাজ্যাভিষেকের দিন থেকে একটি বার্ষিক ক্যালেন্ডার চালু করেন । নাম দেন মল্লাব্দ । খৃষ্টাব্দের চাইতে ৬৯৪ এবং বঙ্গাব্দর চাইতে মাত্র ১০১ বছরের ছোট এই মল্লাব্দ । যা আজো চালু আছে এই মল্লভূমিতে

একটুও না থেমে, গড় গড় করে, বিষ্ণুপুরের ইতিহাস বলে চলেছেন অনন্তবাবু । শ্রোতা আমরা পাঁচ জন । হাঁ করে শুনছি । 
অনেক ক্ষণ একটানা বলে একটু থামলেন বৃদ্ধ । ঝোলা থেকে একটা জলের বোতল বার করে গলায় ঢাললেন । গরম ভালোই পড়েছে । রোদের তেজ এখনো কমেনি । অথচ রাসমঞ্চের খিলানগুলোর মধ্যে দিয়ে শীতল হাওয়া বইছে । রোদে ইঁটের দেয়াল বা ছাদ খুব একটা গরম হয় না ।
ক্ষুদে ক্ষুদে পাতলা পাতলা ইঁটের খিলান, বাঁকানো ছাদ, গোল থাম দেখতে দেখতে ভাবছিলাম, কোন আর্কিটেক্ট এর ডিজাইন করেছে ? আর ওই বাঁকানো চালাগুলোর উপর আস্ত পিরামিড বসানোর বুদ্ধিটাই বা কার ?
বর্গাকৃতি মন্দিরে এখন আর কোন বিগ্রহ নেই । এক সময় ছিল রাধা কৃষ্ণের যুগল মূর্তি । গর্ভগৃহ আছে । তবে তালা বন্ধ । গর্ভগৃহের মাথার উপরেই রয়েছে সেই লাল ইঁটের পিরামিড । খাঁটি মিশরীয় স্থাপত্যর নিদর্শন ।
অনন্তবাবুকে এই নিয়ে প্রশ্ন করবো ভাবছি । বৃদ্ধ নিজেই মুখ খুললেন,
-- আসলে, কী জানেন ? আমাদের ইতিহাস বইয়ে মল্ল রাজাদের সম্পর্কে খুব একটা বেশি কিছু বলা নেই । ওই বড়জোর হাম্বিরের নাম আছে একটু আধটু । তাও তিনি বীর যোদ্ধা ছিলেন বলেই । আর কিছুটা এই রাসমঞ্চ, দলমাদল কামান তৈরি করিয়েছিলেন বলে । টেরাকোটার মন্দির গড়েছিলেন বলে । অথচ, বিদেশী গবেষকরা এসে এখানকার বিষয়ে গবেষণা করে । ছবি তুলে নিয়ে যায় । আমাদের নিজেদের জিনিসের কদর আমরাই করি না ।





সদ্য ক্লাস টেনের পরীক্ষা দেওয়া আমার ছেলে পাশ থেকে বলে উঠল,
-- রাজা হাম্বির তো মল্ল ডায়নেস্টির ফরটিনাইন্থ রাজা ছিলেন তাই না ? সম্রাট আকবরের বন্ধু ?
আমার ইতিহাস জ্ঞান খুবই করুণওই সন তারিখের ব্যাপার স্যাপার কোন দিনই আমার মাথায় ঢোকে না । ছেলের কথায় ওর দিকে ফিরলাম । খানিকটা প্রশংসা মেশানো স্বরে জানতে চাইলাম,
-- আকবরের বন্ধু ? মানে মুঘল সম্রাট আকবর ? তাই নাকি ?
-- একদম ঠিক বলেছো । বাবু তুমি কোন ক্লাসে পড় ?
পুত্র গর্বে গর্বিত পিতা আমি । ছেলে কিছু বলার আগেই বলে উঠলাম,
-- এই তো ক্লাস টেন সিবিএসই দিল । তোদের সিলেবাসে ছিল হাম্বিরের কথা ? আমরা তো যখন ছোট ছিলাম, মল্লভূমের নামটুকুই শুনেছিলাম । রাজা হাম্বিরের নাম শুনি অনেক পরে রবীন্দ্রনাথের একটা কবিতায় ।
আমার মুখের কথা কেড়ে নিয়ে অনন্তবাবু আবার শুরু করলেন,
-- ওইটাই তো হয়েছে মুশকিল । আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন না, তখন রাম রাজা ছিলেন কিনা ? ঘটনা হল, পৌরানিক চরিত্র রামচন্দ্র না হলেও, তখন দিল্লি তথা উত্তর ভারতের সর্বত্র হিন্দুরাই রাজত্ব করতেন । মুসলমান রাজা তো দূর, মুসলিম ধর্মের নামও তখন কেউ শোনেনি ভারত ভূখন্ডে । আর্য ক্ষত্রিয়রাই তখন বিস্তীর্ণ নদী অববাহিকার শাষণ কর্তা । ও দিকে দাক্ষিণাত্যের অনার্য রাজাদের কথাও শোনা যায় । কিন্তু এই জঙ্গুলে রাঢ় ভূমিতে, আদিবাসীদের নিয়ে দীর্ঘকাল রাজত্ব করে চলা মল্ল রাজাদের কথা, কোন ঐতিহাসিকও সেভাবে বলেননি যেন, এই রুখু সুখু পাথুরে জমিতে, জঙ্গলি আদিবাসীদের জীবন সম্পর্কে আবার জানার কী আছে ? ইদানিং বিদেশীরা এখানকার ইতিহাস নিয়ে ঘাঁটা ঘাঁটি করতে আমাদের টনক নড়েছে ।
ও হ্যাঁ, বলতে ভুলে গেছি । আদিবাসী সম্প্রদায় ‘মাল’দের বাসস্থান ছিল এই অঞ্চল । কেউ কেউ মল্লভূমি নামের কারণ হিসেবে এটাকেও চিহ্নিত করেন ।
.
বুড়ো ভদ্রলোকের পড়াশোনার বহর দেখে ততক্ষণে আমরা, বাস্তবিকই হাঁ হয়ে গেছি । বেশ বুঝতে পারছি, আরো কিছু চমকপ্রদ ইতিহাস বেরোতে পারে তাঁর ঝোলা থেকে । বিষ্ণুপুরের মাটিতে জন্মেছেন বলে রীতিমত গর্বিত মনে হল । আবার খোঁচা দেওয়ার মত করে বললাম,
-- তা তো বুঝলাম । কিন্তু, ওই সর্ব ধর্ম সমন্বয়ের ব্যপারটা ঠিক বুঝলাম না । এখানকার রাজাদের কি নিজেদের কোন ধর্মই ছিল না ?
খানিক ক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে চোখ পিট পিট করলেন ভদ্রলোক । কী বুঝলেন কে জানে ।  তারপর বললেন,
-- সব বলবো । তার আগে চলুন শামরায় মন্দিরটা দেখে নিই । অন্ধকার হয়ে গেলে মুশকিল । ইদানিং এই সব মন্দিরে আলোর ব্যবস্থা নেই । সন্ধ্যা নেমে গেলে আর কিছুই দেখা যাবে না ।
-- বলেন কী আলো নেই ? কেন ? আমি তো বহু বছর আগে এসেও আলো জ্বলতে দেখেছি ।
-- ঠিকই । গত এক বছর হল সব বন্ধ হয়ে গেছেকেন, বলতে পারবো না । চলুন, আমাকে ফলো করুন । পরের দ্রষ্টব্য শামরায় ।




শ্যামরায় মন্দিরের টেরাকোটার কাজ সব চেয়ে সূক্ষ্ম । একেবারে মিহিন কাজ । পোড়া মাটি দিয়ে যে এত নিখুঁত কাজ করা যায়, না দেখলে বিশ্বাস হয় না । বিরানব্বই সালে যখন এসেছিলাম, এই মন্দিরের সারা গায়ে বাঁশের মাচা লাগানো ছিল । শুনেছিলাম, ভারত সরকারের পুরাতত্ব বিভাগ মন্দিরের মেরামত করছে । তাই ভালো করে দেখতে পাইনি ।
এবার কোন উপদ্রব নেই । একদম কাছ থেকে, হাত বুলিয়ে দেখলাম পোড়া মাটির অপূর্ব কারুকাজ । কোথাও রামায়ণের বালি সুগ্রিবের লড়াই, কোথাও মহাভারতের যুদ্ধ আবার কোথাও গোপিনীদের সঙ্গে রাস লীলায় মেতেছেন স্বয়ং শ্রী কৃষ্ণ । কোথাও বা শুধুই নকশা । বালুচরি শাড়ির মত ।
অনন্তবাবু জানালেন,
-- ১৬৪৩ খৃষ্টাব্দে এই মন্দিরটি তৈরি করেন রাজা রঘুনাথ সিংহ । বিষ্ণুপুরের নিজস্ব ঘরানার টেরা কোটা এই মন্দিরের বিশেষত্ব । গোটা মন্দিরের গা ঢেকে আছে বিভিন্ন সাইজের টেরাকোটার পেলেটে । অথচ, কোন পেলেট দুবার ব্যবহৃত হয়নি । মানে সব কটি ছাঁচ মাত্র একবার ব্যবহার করে নষ্ট করে ফেলা হয়েছে ।
অবাক হয়ে প্রশ্ন করলাম,
-- ছাঁচ ? এর মধ্যে আবার ছাঁচ আসছে কোথা থেকে ? কাদা মাটির মুর্তি বা কারুকাজ ওয়ালা পেলেট, যাই বানানো হোক না কেন, আগুনে পুড়িয়ে দিলেই তো হোল ।
আমার অজ্ঞতায় মলিন হাসলেন বৃদ্ধ । বললেন,
-- ওই তো ! আমাদের ধারণা হচ্ছে, পোড়া মাটি আর এমন কী ? খানিক কাদা মেখে, কিছু গড়ে, আগুনে পুড়িয়ে নিলেই হোল । আর এই একই কাজ যখন চিন জাপান করে তখন সেটা হয়ে যায় বোন চায়না । তখন তার কদরই আলাদা । জানেন, এখন এই টেরাকোটার কাপ প্লেটও তৈরি হচ্ছে এখানে ? একদম বোন চায়নাকে টেক্কা দেয়া ? পেয়ে যাবেন দলমাদলের সামনে । কিনে নেবেন ।
আর জেনে রাখুন, এই টেরাকোটা শিল্পটা অত সহজ নয় । স্পেশাল মাটি আছে । যা শুধু বিশেষ বিশেষ জায়গাতেই মেলে । তার হদিশ জানা চাই । চিনতে পারা চাই । তারপর সেই মাটিকে বিভিন্ন উপকরণ মিলিয়ে তৈরি করতে হয় । এমনভাবে, যেন তা দিয়ে যে কোন কারুকাজ করা যায় । অথচ শুকিয়ে গেলে চিড় ধরে না । অথবা বেঁকে যায় না । তারপর আছে পোড়ানো । এবং সেখানেও টেম্পারেচারের ব্যাপার । পুরো দস্তুর ইঞ্জিনিয়ারিং । আপনারা শুধু এর কারুকাজটাই দেখছেন । পিছনের টেকনলজিটা দেখছেন না ?




সূক্ষ্ম কাজের জন্য ছাঁচ লাগে বইকি । আরো কী কী লাগে সব জানতে হলে, কাল সকালে চলে যান না । বেশি দূরে নয় । কাছেই পাঁচ মুড়া বলে একটা গ্রাম আছে । টেরাকোটা গ্রাম বলেই বিখ্যাত । ওই গ্রামে সবাই এই কাজ করে । বিষ্ণুপুরের ঘোড়াও কিনে নিয়ে যেতে পারেন ওখান থেকে ।

অনন্তবাবুর কথায় মনে পড়ে গেল, পঁচিশ বছর আগের কথা । বাইক নিয়ে দুই বন্ধু সেবার ঢুঁ মেরেছিলাম ওই গ্রামে । বিশাল বিশাল পোড়া মাটির ঘোড়া তৈরি হতে দেখেছিলাম নিজের চোখে । দেশীয় ফার্নেসে কীভাবে আগুনে পুড়ে লাল হচ্ছে মাটির পুতুল, দেখে অবাক হয়েছিলাম ।
ভাবলাম বলি সে অভিজ্ঞতার কথা । তারপর আবার বললাম না । কী জানি ভদ্রলোক আবার কীভাবে নেন । এমনিতেই কয়েক বার ফাউল করে ফেলেছি । বার দুয়েক জেনে, বারদুয়েক না জেনে । শুধু বললাম,
-- কাল কি আর সময় হবে ? মনে হয় না । পাঁচমুড়া এবার থাক । পরে কখনো দেখা যাবে ।
-- পাঁচমুড়া গ্রাম না দেখুন, পাঁচমুড়া মন্দিরটা তো দেখুন । এই শামরায় মন্দিরের পাঁচটা চুড়া দেখতে পাচ্ছেন ? এই জন্য একে আমরা, বিষ্ণুপুরের লোক, পঞ্চরত্ন বা পাঁচমুড়া মন্দির বলি । মাঝের চুড়াটা লক্ষ্য করুন । অষ্টভুজাকৃতি গম্বুজ । ইংরেজ স্থাপত্যর সঙ্গে মিল পাচ্ছেন না ? মনে হচ্ছে না প্রাচীন কোন গির্জা ? ভালো করে ওপর দিকটা তাকিয়ে দেখুন ।
বৃদ্ধর কথা মত শুধু ছাদের দিকে তাকালাম । সত্যিই তো ! কতকটা যেন ইংরেজ গির্জার আদল । বললাম,
-- কিন্তু, আপনার কথা যদি সত্যি হয়, তাহলে এই মন্দির তৈরি হয়েছে পলাশির যুদ্ধেরও একশো বছর আগে । তাহলে ইংরেজ স্থাপত্যর প্রভাব এখানে এল কীভাবে ?
আমার প্রশ্নটা যে এইদিকে মোড় নেবে, যেন আগে থেকেই জানতেন ভদ্রলোক । দেখি মিটি মিটি হাসছেন । হাসতে হাসতেই বললেন,
-- তার মানে কি বলতে চান, রাসমঞ্চের মাথার পিরামিডটা মিশরের ফারাওরা এসে বানিয়ে গেছিলেন ?
আক্রমণটা যে এভাবে আসতে পারে কল্পনাও করিনি । মুখে একটা বোকা হাসি ফুটিয়ে কোনক্রমে সামাল দেওয়ার চেষ্টা করলাম,
-- না, তা নয় । তবে, শিল্পরীতি প্রভাবিত হওয়ার তো একটা ভিত্তি থাকবে ।
-- তা তো আছেই । সেটাই তো আপনাদের দেখাতে চাইছি । আর তা হোল শিক্ষা । তা হোল সংস্কৃতি । তা হোল বসুধৈব কুটুম্বকম আর্য, অনার্য, দ্রাবিড়ীয়, হিন্দু, মুসলিম, ক্রিশ্চান, ইজিপশিয়ান সমস্ত ধারার সংমিশ্রণ ঘটেছে এই মল্লভূমিতে । এর শিক্ষায়, সংস্কৃতিতে, সমাজ জীবনে ।
কি জানেন, অর্থ বা সম্পদের বিশাল গরিমা কোন দিনই তেমন ছিল না মল্ল রাজাদের । এই বাঁজা অঞ্চলে চাষ বাসও যে খুব ভালো হোত, তা নয় । তাই সম্ভবত কেউ এঁদেরকে বিশেষ ঘাটায়নি । মানে দখল টখল করতে আসেনি আর কি ।
-- মানে ছুঁচো মেরে হাত গন্ধ করতে চায়নি বলছেন ?
-- কতকটা তাই । আর এই সুযোগে এখানকার মানুষজন মনের সুখে গান-বাজনা-শিল্প চর্চা করেছেন । শুধু টেরাকোটা কেন, বিষ্ণুপুর ঘরাণার সঙ্গীত বা এই বালুচরি স্বর্ণচরি শাড়ি, এসব কি আর অল্প দিনের ফসল ? বহু শতকের শিক্ষা, পরিশ্রম ও উত্তরাধিকার জড়িয়ে নেই এর সঙ্গে ? এমনি এমনি লোকের এত প্রিয় হয়েছে ?






-- বুঝলাম । আজও বাঁকুড়া জেলায় উচ্চ শিক্ষিতের হার তুলনামূলক বেশি । তাও জানি । কিন্তু....
আমার কথা শেষ না করতে দিয়েই, বৃদ্ধ আবার শুরু করলেন,
-- আদি মল্লর পিতা রাজপুত ছিলেন বলে শোনা যায় । মানে বর্ণ হিন্দু । ওদিকে ছেলে আদিবাসীদের রাজা । মানে ইতর শ্রেণী । ওই যারা গাছ পাথর পুজো করে আরকি । এই বাঁকুড়ার ঘোড়া তো আসলে ওই শ্রেণীর মানুষের পূজা উপকরণ । সাঁওতাল বাগদিরা আজও বুড়ো গাছের তলায় রেখে আসে দেখবেন ।
আদি মল্লর ১৯ তম উত্তরসুরি, জগত মল্ল আবার ছিলেন পুরো দস্তুর শাক্ত । তিনি স্বপ্নে মা মৃন্ময়ীর আদেশ পেয়েছিলেন । সেই মতো মায়ের মূর্তি গড়েছিলেন । মন্দির বানিয়ে দিয়েছিলেন । যা আজও পূজিত হয় । ওই মৃন্ময়ী মন্দিরে রাখা একটি কামান দেখতে পাবেন । যেটি আজও প্রতি বছর গর্জন করে ওঠে অষ্টমী-নবমীর সন্ধি ক্ষণে । সেই আওয়াজ শুনে সন্ধি পূজায় বসেন বিষ্ণুপুরের তাবৎ দুর্গা পূজার পুরোহিত । বাংলার সব চেয়ে প্রাচীন দুর্গা পূজা এটি । হাজার বছরেরও বেশি প্রাচীন । জানা আছে আপনার ?

মানতেই হোল, জানা ছিল না । বললাম,
-- হাজার বছরেরও বেশি পুরনো দুর্গোৎসব ? আমরা তো সিল্ভার জুবিলি, গোল্ডেন জুবিলির ঠেলায় অস্থির । মানে পঁচিশ বছর, পঞ্চাশ বছর । একশো বছরের পুরনো কিছু বাড়ির পুজো আছে বটে । কিন্তু হাজার বছর ? বাপ রে !
-- নেটে দেখতে পারেন । এক বর্ণ মিথ্যা বলছি নাআমাদের মৃন্ময়ী দুর্গার বয়স হাজারের বেশি । যদিও পুরনো মন্দিরটা আর নেই । ভেঙ্গে গেছে । পুরনো রাজবাড়ির সঙ্গেই । নতুন মন্দির অনেক পরে বানানো । তবু মায়ের পুজোয় ছেদ পড়েনি ।

-- আর এই শামরায় ? রাধা বিনোদ ? মদন মোহন ? এই কৃষ্ণপ্রেমের ইতিহাস ?
-- এটার সূচনা হাম্বীরের আমলে । ৪৯তম মল্ল ছিলেন মহাবীর । সম্রাট আকবরের পক্ষ নিয়ে আফগানদের বিরুদ্ধে যুদ্ধ লড়েছিলেন । শোনা যায়, বৃন্দাবন থেকে গৌড় যাওয়ার পথে বৈষ্ণব ধর্ম গুরু শ্রীনিবাস আচার্যের সর্বস্ব লুঠ করেন তিনি । পরে তাঁরই শিষ্যত্ব গ্রহণ করে, প্রেম ও ভক্তি রসের পুজারি হয়ে যান । এও আরেক অশোকের কাহিনী । চন্ডাশোক থেকে ধর্মাশোক হওয়ার গল্প আমাদের পড়ানো হয় । কিন্তু যুদ্ধ বিশারদ হাম্বীরের বৈষ্ণব হয়ে যাওয়ার কাহিনী কতজন জানেন ?
.
ফাইভ বা সিক্সে পড়তে, একবার স্কুল থেকে বিষ্ণুপুর বেড়াতে নিয়ে গেছিল । আমি যাইনি সেবার । বোধহয় জ্বর হয়েছিল । যারা গেছিল, ফিরে এসে গল্প করেছিল, দলমাদল কামানের । সে নাকি এক মস্ত কামান । মাঠের মাঝখানে রাখা আছে । যার এক গোলাতে শত্রু পক্ষের হাজার সৈন্য ধরাশায়ী হয়ে যায় । আর তাই নাকি বিষ্ণুপুরের রাজাদের কেউ হারাতে পারে না ।

তবে রাজবাড়ি দেখে ওদের পছন্দ হয়নি । মনে আছে, সুব্রত আর বিশ্বরূপ মুখ বেঁকিয়ে বলেছিল,
-- ধুর, ওটা রাজবাড়ি না কচু । ভাঙ্গা চোরা পোড়ো বাড়ি । চারদিকে গাছপালা গজিয়ে গেছে । আর সব চেয়ে মজার ব্যাপার শুনবি ?
আমরা যারা সেবার যেতে পারিনি, সমস্বরে জানতে চেয়েছিলাম,
-- কী বল, বল ?
উত্তর দেবে কি ? বিশ্বরূপ, সুব্রত, আশোক, সব হেসে গড়িয়ে পড়ছিলহাসতে হাসতে যা বলেছিল, তার মর্মার্থ হল, রাজা মশাইকে ওরা মুড়ি খেতে দেখেছে । বড় কাঁসার জাম বাটি করে এক বাটি মুড়ি নিয়ে, খাটিয়ায় বসে খাচ্ছিলেন রাজামশাই । সকালের ব্রেকফাস্ট । মাথায় মুকুট বা পাগড়ি টাগরি কিছু নেই । পাইক-বরকন্দাজ-সেপাই-সান্ত্রী কিচ্ছু নেই । এমনকি, দু’এক জন সুন্দরী রাণীও আশেপাশে ছিল না । অতি সাধারণ ধুতি ফতুয়া পরা, বুড়ো একটা লোক নাকি বিষ্ণুপুরের রাজা !

ওদের কথা শুনে আমাদেরও বিশ্বাস জন্মেছিল, ও রাজা টাজা কিছু নয় । স্যাররা আমাদের বোকা বানিয়েছেন । ফালতু একটা কামান দেখাতে নিয়ে গেছেন কিনা । তাই এই রাজা রাণীর গল্প ফেঁদেছেন ।
আর এই বিশ্বাসে ভর করেই আমাদের খারাপ লাগাটা উবে গেছিল । স্কুলের সবার সঙ্গে যেতে না পারার দুঃখ, অনেকটা লাঘব হয়েছিল, রাজা মশাইয়ের মুড়ি খাওয়ার গল্প শুনে ।
.
এ সেই ’৭৬-’৭৭ সালের কথা । এখন কি আর বলা উচিৎ হবে ? দোনামনা করতে করতে বলেই ফেললাম ঘটনাটাভাবলাম, অনন্তবাবুর খারাপ লাগবে । ভদ্রলোক বিষ্ণুপুরকে প্রচন্ড ভালবাসেন ।
কিন্তু আমাকে অবাক করে দিয়ে বুড়ো ভদ্রলোক মুচকি মুচকি হাসতে লাগলেন । তারপর বললেন,
-- ঠিকই, বিষ্ণুপুরের রাজারা মুড়ি খেতেন বটে । আর এই রাজাদের অত জাঁক জমকও ছিল না । গরীব রাজাই বলা চলে ।
জিজ্ঞাসা করলাম,
-- কিন্তু স্বাধীনতার পরেও রাজা ছিল ? আইন অনুযায়ী, রাজা কেন জমিদারও তো থাকতে পারে না আর ।
যেন তৈরি ছিলেন প্রশ্নটার জন্য । বললেন,
-- মল্লভূমের ৬১ তম রাজা ছিলেন মহারাজ কালিপদ সিংহ ঠাকুর । ১৯৩০ সালে তিনি সিংহাসনে বসেন । স্বাধীনতার আগে পর্যন্ত তিনিই বিষ্ণুপুরের রাজা ছিলেন । ১৯৮৩ সালে তাঁর মৃত্যু হয় । মৃত্যুর আগে অবধি তাঁকে এ তল্লাটের রাজাই বলা হত ।

যদিও মহারাজা সুলভ কোন কিছুই মল্ল রাজাদের ছিল না কোন দিন । এই রাজারা বরং প্রজাদের সঙ্গে মিলে মিশে শিল্প-সংস্কৃতির চর্চা করতেন সঙ্গীত, তাঁত, টেরাকোটা তো আছেই । তাছাড়া এখানকার শাঁখারি পট্টি, কাঁসা পিতলের কাজ, ডোকরা শিল্প ও কাঠের কাজ নাম করা ।

আর সর্বোপরি এই রাজারা ছিলেন প্রজা বৎসল । সুখে দুঃখে প্রজাদের পাশে থাকতেন বলেই না ৬১ পুরুষ ধরে একটানা রাজত্ব করে যেতে পেরেছেন । ভারতের কটা রাজ বংশের এই কৃতিত্ব আছে ? প্রায় দেড় হাজার বছর । মামুলি তো নয় !



কথা বলতে বলতে পুরনো রাজবাড়ির মাঠে চলে এসেছি । এক সময় এখানেই বিষ্ণুপুর উৎসব হত । এখন হয় কলেজ মাঠে । সামনেই গড় দরজা । বড় এবং ছোট । সুদৃশ্য ল্যাটেরাইট পাথরের তৈরি দেখে বেশ দুর্গ দুর্গ অনুভূতি হোল । কিন্তু দুর্গ কই ?
অনন্তবাবুকে জিজ্ঞেস করতে বললেন,

-- আলাদা করে দুর্গ গড়েননি এখানকার রাজারা । নিজেদের নিরাপত্তার পাশাপাশি, গোটা শহরটাকেই শত্রুর হাত থেকে রক্ষা করার কথা ভেবেছিলেন । তাই গোটা বিষ্ণুপুর এক সময় পরিখা দিয়ে ঘেরা ছিল । ওই দেখুন, গড় দরজার সামনে দিয়ে যা এখনও বয়ে যাচ্ছে । শত্রুর আক্রমন হলে জল এবং কুমির দুইই ছাড়া হত । তাছাড়া কামান বন্দুকের ব্যবহার তো ছিলই ।

ভদ্রলোকের গলার স্বরে এমন একটা প্রত্যয় আছে, যে বিশ্বাস করতে ইচ্ছে হয় । চারশো পাঁচশো বছর আগেকার কথা এমন ভাবে বলেন, যেন এই তো সেদিনের ঘটনা । যেন কদিন আগে এলে আমরাও সব দেখতে পেতাম । তবু একটা প্রশ্ন না করেই পারলাম না ।
-- আচ্ছা, এই অঞ্চলে জলের ক্রাইসিস ছিল বলে শুনেছি ? তেমন বড় নদীও তো নেই আশেপাশে । তাহলে পরিখায় জল ছাড়ার ব্যাপারটা কি......... ?

আমার কথা শেষ করতে দিলেন না বৃদ্ধ । সোৎসাহে বলে উঠলেন,
-- এতক্ষণে একটা প্রশ্নের মত প্রশ্ন করেছেন বটে । এই কথাটাই তো বোঝাতে চাইছি আপনাদের । প্রজা বৎসল মল্ল রাজারা, এখানকার জলের অভাব মেটাতে, সাত খানা বড় দিঘি কাটিয়ে ছিলেন । সেই পুকুরগুলো আজও শহরের মূল জলাধার । অতয়েব, বুঝতেই পারছেন, পরিখায় জল ছাড়ার গল্পে একটুও জল নেই ।

বেশ বুঝতে পারছি, বিষ্ণুপুরের কোন কিছুই খারাপ বলতে রাজি নন বৃদ্ধ । স্বাভাবিক । গাইডের কাজই তো তাই । সব ভাল জিনিসগুলো দেখিয়ে দেওয়া । রাজস্থান, আগ্রা, দিল্লি বেড়াতে গিয়েও দেখেছি গাইড যারা থাকেন, অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলেন । একটু চেপে ধরলে, ‘রাজা রাজরাদের খেয়াল’ বলে পাশ কাটিয়ে যান । অনন্তবাবুকে কিন্তু সেরকম পাশ কাটাতে দেখলাম না একবারও । প্রত্যেকটা বল একেবারে সোজা ব্যাটে খেললেন । যেন ‘লগান’ ছবির আমির খান । গ্রামের রাজা থেকে প্রজা সবার হয়ে বাজি লাগিয়ে বসে আছেন । খেলায় না জিতলে কারো রক্ষে নেই ।

ইতিমধ্যে আমাদের মদনমোহন মন্দির, জোড়বাংলা মন্দির, কালাচাঁদ মন্দির, মৃণ্ময়ী মন্দির ইত্যাদি দেখা হয়ে গেছে । রাস্তার ধারে এক জায়গায়, হাতে চালানো তাঁতে, স্বর্ণচরি শাড়ি বোনাও দেখেছি । এই সব দেখতে দেখতে সন্ধে নেম এল । দলমাদল কামানটা দেখা শুধু বাকি । ওটা আমরা নিজেরাই দেখে নিতে পারবো কাল সকালে । এই বলে বুড়ো ভদ্রলোককে বিদায় দিলাম । টাকাপয়সা মিটিয়ে । এক গাল হেসে, সাইকেলে চাপার আগে ভদ্রলোক শুনিয়ে গেলেন,
-- দলমাদল কামানও তৈরি করিয়েছিলেন মহারাজ হাম্বীর । ১৬০০ খৃষ্টাব্দের কাছাকাছি সময়ে । ১২০ টন ওজনের লোহার আগ্নেয়াস্ত্রটি বানিয়েছিল জগন্নাথ কর্মকার নামে এক মিস্ত্রি । চারশো বছর হয়ে গেল । রোদ, বৃষ্টি, হাওয়া একটুও জং ধরাতে পারেনি ওই লোহার যন্ত্রে । দিল্লির মনুমেন্টের লোহার স্তম্ভটির কথা আপনারা সবাই জানেন । নানা রকম গল্প কথা প্রচলিত আছে ওই স্তম্ভটিকে নিয়ে । অথচ প্রায় সমবয়সী এই কামানটিকে নিয়ে তার সিকি ভাগ উৎসাহও দেখা যায় না ।




*
বিষ্ণুপুর এসেছি আর চপ মুড়ি খাব না তাই হয় ? শ্বশুর মশাই বললেন, বিষ্ণুপুর টুরিস্ট লজের কাছে খুব ভালো চপ বানায় । বছর চারেক আগে এসে খেয়েছিলেন ।
ওমা ! গিয়ে দেখি দোকানটা খোলেইনি । আশেপাশের বেশিরভাগ দোকানও বন্ধ । জানা গেল, গাজনের মেলা লেগেছে না । তিনদিন এই রকমই থাকবে ।
জিজ্ঞেস করলাম, গাজন বলে, চালু দোকান বন্ধ করে মেলা দেখতে ?
উত্তর পেলাম, তাও তো এটা চরক গাজন । ধর্মরাজের গাজনে এলে তো আরই কিছু পেতেন নাই ।
ধর্মরাজ গাজন যে কবে হয় জিজ্ঞেস করার আর সাহস পেলাম না । বললাম, তা না হয় বুঝলাম । কিন্তু এখন গরম গরম আলুর চপ কোথায় পাই ? বিষ্ণুপুর বেড়াতে এসে চপ না খেয়ে ফিরে গেলে ঠাকুর পাপ দেবে না ?
ঠাকুরের পাপ দেবার কথাতেই হোক, কিংবা টুরিস্ট বলে বুঝতে পেরেই হোক, এবার যেন একটু নড়েচড়ে বসল বেঞ্চিটা । এতক্ষণ মোটে পাত্তা দিচ্ছিল না কেউ । মোড়ের মাথায় একটা বেঞ্চে জনা চারেক বসে আড্ডা দিচ্ছে । চপের হদিশ জানতে চেয়ে তাদের দিকেই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছি ।
একজন বলে উঠল, রাসমঞ্চের দিকে একবার দেখতে পারেন । এই রাস্তা ধরে সোজা চলে যান । কাছেই । ওখানে না পেলে আর কোথাও পাবেন না ।
গাড়ি রেখে হাঁটতে হাঁটতে চললাম রাসমঞ্চের দিকে । রাস্তায় আলো প্রায় নেই বললেই চলে । অনেক দূরে দূরে ল্যাম্প পোস্ট । কম পাওয়ারের হলুদ বাল্ব ঝুলছে । দুপাশের দোকান পাটও বেশিরভাগ বন্ধ । বাড়ির জানালা ভেদ করে যে আলো ছিটকে আসছে তাও হলুদ রঙের । অন্ধকার দূর করার বদলে বাড়িয়ে দেওয়ার কাজ করছে এরামনে হল ভোল্টেজের প্রবলেমও আছে এ অঞ্চলে ।
রাসমঞ্চের গা ঘেঁষে একটা ক্লাব । জনা দশ বারো ছোকরা টিভি দেখছে । সম্ভবত মুখ্যমন্ত্রীর সঙ্ঘশ্রী না কি যেন, ক্লাব-অনুদানের পয়সায় কেনা । আইপিএলে কেকেআরের ম্যাচ চলছে । তুমুল উত্তেজনা । তারই গায়ে কাঠের আগুনে চপ ভাজছেন এক মহিলা ।
ছোট্ট উনানে কালো লোহার কড়াইয়ে তেল গরম হচ্ছে । ফুটন্ত সর্ষের তেলের ঝাঁজ লাগছে নাকে । চপ বানানোর কাজে সাহায্য করছে যে, সে নিশ্চয় মহিলার বর । আমাদের দেখে আরো কিছু কাঠ-পাতা আগুনে গুঁজে দিল । তারপর ছোট ছোট ঠোঙায় কুনকে করে মুড়ি ঢেলে, সবার হাতে ধরিয়ে দিল । ঘরে ভাজা গোল গোল মিষ্টি মুড়ি । সঙ্গে, গরমা গরম আলুর চপ । আর কাঁচা লংকা ।

আহা চপটা যা ভেজেছে না ! রাজকীয় । সাধে কি আর বিষ্ণুপুরের রাজা মশাই মুড়ি খেতেন ?
*
আজ তৃতীয়া বেশ বড় চাঁদ উঠেছে আকাশে । দুদিন আগেই ছিল পুর্ণিমা । রাসমঞ্চের গায়ে এসে পড়েছে হাল্কা চাঁদের আলো । পিরামিডের সিঁড়িগুলো বেশ চেনা যাচ্ছে । খিলান গুলোর মাথার গোলচে আর্চগুলো চাঁদের আলোয় ফ্যাকাশে হয়ে আছে । নিচের রাসমঞ্চটিতে নিকষ অন্ধকার ।
অন্ধকারের একটাই রং । কৃষ্ণ কালো । সেই কালোরও যেন কম বেশি আছে । কোথাও ঘন কালো । কোথাও ফিকে । বাগান ঘেরা গোটা তল্লাটটা ওই কালো রঙে সেজেছে । আর কোন রং নেই । প্রয়োজনও নেই বোধ হয় । 

এখনো রাস পূর্ণিমায় কালাচাঁদের সঙ্গে রাসলীলায় মাতে গোপিনীরা । অন্ধকার রাসমঞ্চে, ইঁটের থামগুলোর চারদিকে ঘুরে ঘুরে নাচে । চাঁদের আলোয় লুকোচুরি খেলে । গভীর রাতে গোপবালাদের পায়ের নুপূর বেজে ওঠে রুণু ঝুনু । সে কিঙ্কিণী আজও ভক্তের কানে বাজে । ব্যাকুল করে মন ।


যদিও অবিশ্বাসীরা বলে, আলো পাহারা তুলে দিয়ে প্রশাসন মন্দিরগুলোকে সমাজবিরোধীদের আড্ডা বানিয়ে দিয়েছে । গোপবালা নয়, ক্রমশ নগরবালাদের লীলাক্ষেত্র হয়ে উঠছে এই ঐতিহাসিক স্থান ।

চারশো বছরের প্রাচীন সৌধ চুপ করে দাঁড়িয়ে সব দেখে । কিছু বলে না । শুধু তার অলিন্দ গুলোর মধ্যে দিয়ে যেতে যেতে, বাতাস বুঝি কিছু বলতে চায় । দীর্ঘশ্বাসের মত সে শব্দ পোড়া মাটির থাম গুলোর চারপাশে ঘুরতে থাকে । আর ফিস ফিস করে । কেউ সে কথা বুঝতে পারে না ।



*****

Comments

Unknown said…
School-life er golpo boiler nesha ta je Peye boschhe...sasuri maa chhere katha kon na...
Uthchhi.
হাঃ হাঃ, যান শুনে আসুন । দুগ্গা দুগ্গা ।

Popular posts from this blog

অনু গল্প / মহাপ্রসাদ

ছোট গল্প / নেতা