পথে বিপথে / বিষ্ণুপুর
পথে বিপথে / বিষ্ণুপুর ২০১৭ সালের এপ্রিল মাসে এক দিনের জন্য বিষ্ণুপুর গেছিলাম । সেদিন ছিল চৈত্র সংক্রান্তি । গাজনের মেলা । সেই কাহিনী ধারাবাহিক ছ'টি পর্বে লিখেছিলাম ফেসবুকে । এখানে সেটাই একত্রে । বিষ্ণুপুর টুরিস্ট লজের বাইরেটা দেখেই ভাল লেগে গেল । বেশ বড় তিনতলা লজ । গোলাপি রং করা । সামনে অনেকখানি ফাঁকা জায়গা, মোরাম বিছানো । বড় গেটটা দিয়ে নিশ্চিন্তে ভেতরে ঢুকে গেলাম । কেউ বারণ করলো না । পাঁচিলের ধারে বিশাল অর্জুন গাছটার নীচে, আমার সিলভার কালারের অল্টোটা পার্ক করলাম । তারপর ধীর পায়ে, বেশ কেতা নিয়ে এগিয়ে গেলাম রিসেপশন কাউন্টারের দিকে । ছোট একটা গাড়ি বারান্দা পেরিয়ে, রিসেপশন কাম গেস্ট লাউঞ্জ । দু’তিন জন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে । কাউন্টারের ওপারে দুটো মাথা দেখতে পাচ্ছি । এ’পারেও জনা দুই । আমাদের দেখেই আলোচনা থেমে গেল । কালো মতন সুবেশ এক যুবক, কাউন্টারের ওপাশে উঠে দাঁড়ালো । এক মুখ সপ্রতিভ হাসি উপহার দিয়ে জানতে চাইল, -- আপনাদের জন্য কী করতে পারি স্যার ? এত সুন্দর পরিশীলিত হাসি একমাত্র রিসেপশনের লোকজনই হাসতে পারে দেখেছি । হাসি দিয়ে অনেক কথা বলতে হয় ওদে
Comments